[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৫৩৮ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে ২০২৫ ১:৩৯ পিএম

ফাইল ছবি

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে ১,০৪৮ জনের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট ছিল, আর বাকি ৪৯০ জন বিভিন্ন অপরাধ সংশ্লিষ্ট ঘটনায় গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি আরও জানান, অভিযানে অস্ত্র ও ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, তিন রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাপাতি, একটি ফোল্ডিং টিপচাকু এবং একটি চাইনিজ কুড়াল।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর