[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

ঢাকায় বিকল্প রুট ব্যবহারের আহ্বান ডিএমপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ২:৪৪ এএম

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ কারণে রাজধানীতে অতিরিক্ত জনসমাগম ও যানজটের আশঙ্কা থাকায় ঢাকাবাসীর জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে যাবেন।

এ সময় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে ব্যাপক জনসমাগম হতে পারে।
ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা
সুষ্ঠু যান চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি নিম্নোক্ত নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে—
বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী থেকে আবদুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে চলার অনুরোধ।
উত্তরা, মিরপুর, গুলশান, বাড্ডা, প্রগতি সরণি ও মহাখালী এলাকার যাত্রীদের জন্য নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের মেট্রোরেল ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।
বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্টে যেতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি সেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ইত্যাদি) এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
অভ্যর্থনাকারীদের জন্য নির্দেশনা
ডিএমপি জানায়, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে আসা ব্যক্তিরা কোনো ব্যাগ, লাঠি বা সন্দেহজনক সামগ্রী বহন করতে পারবেন না। কোনো যানবাহন নিয়ে তার গাড়িবহরে যুক্ত হওয়া নিষিদ্ধ। বিশেষ করে মোটরসাইকেল নিয়ে গুলশান-বনানী থেকে বিমানবন্দর সড়কে চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
নির্ধারিত পার্কিং এলাকা
নেতাকর্মীদের গাড়ি পার্কিংয়ের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
বিশ্ব ইজতেমা মাঠ (টঙ্গী),
পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ ও নীলা মার্কেট এলাকা,
দিয়াবাড়ি পশুর হাট মাঠ,
আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ,
মতিঝিল বাণিজ্যিক এলাকা।
ডিএমপি রাজধানীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে জানিয়েছে, এসব নির্দেশনা অনুসরণ করলে যানজট এড়ানো ও নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর