[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

পাঁচ বছরের সাজা থেকে খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ১২:৩১ পিএম

সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপিলে তার পক্ষে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হিসেবে দায়িত্ব পালন করছেন আইনজীবী মধুমালতি চৌধুরী বড়ুয়া।
২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় তিনি আসামি থেকে রাজসাক্ষী হিসেবে বিবেচিত হন।
একই রায়ে বহুল আলোচিত ওই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল রায়ে বলেন, তাদের বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ বহন করেছেন। তিনি ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন বলে ট্রাইব্যুনাল অভিমত দেয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সেই নির্দেশ বাস্তবায়নে ভূমিকা পালন করেন বলেও রায়ে উল্লেখ করা হয়।
ট্রাইব্যুনাল আরও বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ড সর্বোচ্চ শাস্তি পাওয়ার উপযুক্ত। রায়ের পর একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে ইতোমধ্যে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ড থেকে অব্যাহতি চেয়ে আপিল করেছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর