ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সিভিয়ন ডিউ ও সঞ্জয় চিসিমকে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার আদালত তাদের তিন দিনের রিমান্ড অনুমোদন করেছিলেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ উল্লেখ করেন, গ্রেপ্তার দুই আসামি এজাহারনামীয় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ (৩৭) এবং তার এক সহযোগীকে অবৈধভাবে ভারতে পালিয়ে যেতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন—এমন সাক্ষ্যপ্রমাণ ও প্রযুক্তিগত তথ্য পাওয়া গেছে।
তদন্তে আরও উঠে এসেছে, সিভিয়ন ডিউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জুয়েল আড়েং-এর ভাগিনা।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় অটোরিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী দুষ্কৃতকারীরা গুলি চালায়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের লক্ষ্যে আসামিদের পুনরায় রিমান্ডে নেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: