[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানাল প্রেস ক্লাব অব ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ১০:১৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া (পিসিআই)।

শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে পিসিআই প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে সহিংস হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং নিউ এজ পত্রিকার সম্পাদক ও এডিটরস কাউন্সিলের সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করে।
বিবৃতিতে বলা হয়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মৌলিক স্তম্ভ। সাংবাদিকদের ওপর হামলা, ভীতি প্রদর্শন, হয়রানি কিংবা গণমাধ্যমের কণ্ঠরোধের যেকোনো প্রচেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এসব ঘটনা সংবিধানসম্মত মতপ্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসনের পরিপন্থী।
প্রেস ক্লাব অব ইন্ডিয়া আরও দাবি করে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত ১০০-এরও বেশি সাংবাদিককে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বিচার ছাড়াই কারাবন্দি রয়েছেন। পিসিআই এসব সাংবাদিকের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর সংঘটিত এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ, ন্যায্য ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকারীরা প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা চালায়। এতে উভয় পত্রিকার প্রকাশনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। একই দিনে জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির অভিযোগও ওঠে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর