ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
একই সঙ্গে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, সহিংসতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, ভিন্নমত প্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন গুতেরেস।
এসআর
মন্তব্য করুন: