[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

ক্যাডেট রাষ্ট্রদূত হিসেবে ভারত সফরের সুযোগ কুবির আবু বকর সিদ্দিকের

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ১১:৪৭ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিএনসিসি প্লাটুন থেকে বাংলাদেশের যুব রাষ্ট্রদূত হিসেবে ভারতে অনুষ্ঠিতব্য ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন কুবির লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনসিসি সদর দপ্তর থেকে প্রকাশিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক বলেন, এই সফরটি আমার বিএনসিসি জীবনের অন্যতম বড় অর্জন।

আমার এই সাফল্যের পেছনে আমার শিক্ষকবৃন্দ ও বিএনসিসির সিনিয়রদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমি আশা করি, আমার প্লাটুনের জুনিয়র ক্যাডেটরাও ভবিষ্যতে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডেট রাষ্ট্রদূত হিসেবে বিদেশ সফরের সুযোগ পাবে এবং এই ধারাবাহিকতা বজায় রাখবে।

প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, এই অর্জন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের জন্য অত্যন্ত গর্বের।

আমাদের ক্যাডেটরা এর আগেও দিল্লি, মালদ্বীপ ও নেপালসহ বিভিন্ন দেশে সফর করেছে। আশা করি, ভবিষ্যতে আমাদের ক্যাডেটরা আরও এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।

লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও মহিলা প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোসাঃ শামসুন্নাহার (পিইউও) বলেন, “নিজ বিভাগের একজন শিক্ষার্থী ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক বিদেশ সফরের জন্য নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানের।

এই অভিজ্ঞতা তার জ্ঞান, নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট শাহিন ইয়াসার বলেন, বিএনসিসি শিক্ষার্থীদের সার্বিকভাবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে। দেশ গঠন ও সংকটময় সময়ে দায়িত্ব পালনে ক্যাডেটদের উদ্বুদ্ধ করা হয়। আবু বকর সিদ্দিকের জন্য আমাদের প্লাটুনের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের নভেম্বর মাসে আবু বকর সিদ্দিক মালদ্বীপ সফরের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে মোট ৮ জন ক্যাডেট রাষ্ট্রদূত হিসেবে বিদেশ সফরের সুযোগ পেয়েছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর