বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না, এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারত ও বাংলাদেশের উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল। এ কারণে পরিস্থিতি মূল্যায়নে পুঙ্খানুপুঙ্খ, সতর্ক ও নিরপেক্ষ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে।
হাইকমিশনের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো দেশে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটতে পারে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে ভারত সতর্ক নজর রাখলেও প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা ভারতের নীতির মধ্যে পড়ে না।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নয়াদিল্লিকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের কয়েকজন সদস্যকে ভারত আশ্রয় দিয়ে আসছে।
এসআর
মন্তব্য করুন: