সৌদি আরবের তাবুক ও হাইল অঞ্চলের বিভিন্ন স্থানে বিরল
তুষারপাতের ঘটনা ঘটেছে। তুষারে আচ্ছাদিত পাহাড়ি এলাকাগুলোতে স্থানীয় মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, তাবুক ও হাইলের পাহাড়ি অঞ্চলসহ জর্ডান সীমান্তের কাছে অবস্থিত জাবাল আল লজের উঁচু অংশগুলো সাদা তুষারে ঢেকে যায়। আকস্মিক এই তুষারপাত উপভোগ করতে বহু মানুষ সেখানে ভিড় করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে অনেকেই তুষার দেখতে গেছেন। কেউ ছবি তুলছেন, কেউ ঐতিহ্যবাহী সুরে নাচছেন, আবার কেউ কেউ বিভিন্ন রোমাঞ্চকর কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, জাবাল আল লজ সৌদি আরবের অন্যতম উঁচু এলাকা। সাম্প্রতিক তুষারপাতের ফলে এর বিস্তীর্ণ অংশ সাদা চাদরে ঢাকা পড়েছে, যা দেশটিতে খুবই বিরল একটি প্রাকৃতিক দৃশ্য।
এসআর
মন্তব্য করুন: