প্রায় এক শতাব্দী পর সৌদি আরবের মরুভূমিতে আবারও
উটপাখির উপস্থিতি দেখা যাচ্ছে। একসময় আরব উপত্যকাজুড়ে উটপাখির স্বাভাবিক বিচরণ থাকলেও, অতিরিক্ত শিকার এবং প্রাকৃতিক আবাস ধ্বংসের কারণে বিশ শতকের শুরুতেই এই পাখি অঞ্চলটি থেকে বিলুপ্ত হয়ে যায়।
সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভ ডেভেলপমেন্ট অথরিটি মরুভূমিতে উটপাখি পুনঃপ্রবর্তনের উদ্যোগ নিয়েছে। বিলুপ্ত আরবীয় উটপাখির পরিবর্তে সংরক্ষণাগারে আনা হয়েছে বিপন্ন প্রজাতির লাল-গলা উটপাখি।
কর্তৃপক্ষ জানিয়েছে, লাল-গলা উটপাখির সঙ্গে আরবীয় উটপাখির জিনগত সাদৃশ্য রয়েছে এবং এটি মরু পরিবেশে টিকে থাকার সক্ষমতা রাখে। এ কারণেই এই প্রজাতিকে নির্বাচিত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সংরক্ষিত এলাকায় পাঁচটি উটপাখি অবমুক্ত করা হয়েছে।
সৌদি আরব দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে অতীতে আরব অঞ্চলে বসবাসকারী প্রাণীদের ফিরিয়ে আনার কাজ করছে। সংশ্লিষ্ট সংরক্ষণাগার কর্তৃপক্ষ মোট ২৩টি বিলুপ্ত বা হারিয়ে যাওয়া প্রাণী পুনঃপ্রবর্তনের প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে উটপাখি হলো ১২তম প্রাণী, যাকে আবার মরুভূমির পরিবেশে ফিরিয়ে আনা হলো।
এসআর
মন্তব্য করুন: