তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন এলাকায় ৫ দশমিক ১ মাত্রার
একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দ্বীপটির আবহাওয়া সংক্রান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সাগরের ভেতরে।
প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পটির প্রভাব তাইওয়ানের পূর্ব উপকূলজুড়ে অনুভূত হয়েছে এবং রাজধানী তাইপের কিছু ভবনও অল্প সময়ের জন্য কেঁপে ওঠে।
স্থানীয় আবহাওয়া প্রশাসনের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩১ দশমিক ৬ কিলোমিটার গভীরে।
উল্লেখ্য, তাইওয়ান দুটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে। অতীতে এসব ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়েছে। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত এক ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারান দুই হাজারের বেশি মানুষ।
এসআর
মন্তব্য করুন: