[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

জরুরি অবতরণের সময় মেক্সিকোতে বিমান বিধ্বস্ত, নিহত ৭

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ২:২৩ পিএম

সংগৃহীত ছবি

মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন।

খবর জানিয়েছে সামা টিভি

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছু সময় পরই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানটি।

কর্তৃপক্ষের তথ্যমতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলট একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেন।

তবে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গুদামঘরে আছড়ে পড়ে। সংঘর্ষের পরপরই বিমানে আগুন ধরে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল। তবে হতাহতদের মধ্যে কয়েকজনকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বিমানটিকে দ্রুত নিচে নেমে আসতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ উদ্‌ঘাটন এবং বিমানে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর