[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

মাল্টা উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৫৯ বাংলাদেশি উদ্ধার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১০:২৪ পিএম

ভূমধ্যসাগরে মাল্টার কাছাকাছি এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের

বহনকারী একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। নৌকাটি উল্টে যাওয়ার ঘটনায় একজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫৯ জন বাংলাদেশিসহ মোট ৬১ জনকে জীবিত উদ্ধার করে মাল্টায় নেওয়া হয়েছে।

মাল্টার সশস্ত্র বাহিনী জানায়, শুক্রবার সকালে সমুদ্রপথে যাত্রার সময় নৌকাটি উল্টে গেলে জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৫৯ জন বাংলাদেশের নাগরিক এবং বাকি দুইজন মিসরের।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, উদ্ধারকালে দু’জনের শারীরিক অবস্থা ছিল অত্যন্ত গুরুতর। তাদের হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজন মারা যান।

অন্য অভিবাসনপ্রত্যাশীদের একটি টহল নৌকার মাধ্যমে মাল্টার উপকূলে আনা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ছয়জন তীব্র শীতজনিত অসুস্থতা (হাইপোথারমিয়া) নিয়ে ভুগছিলেন। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাদের কারও অবস্থা বর্তমানে ঝুঁকিপূর্ণ নয়।

উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের মাল্টার সেইন্ট পলস বে এলাকার বুজিবা ঘাটে নেওয়া হয়। সেখানে জরুরি সেবাকর্মীরা একটি অস্থায়ী তাঁবুর নিচে তাদের প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় অভিবাসীদের শরীরে সাদা কম্বল জড়ানো অবস্থায় দেখা যায় এবং পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে সশস্ত্র বাহিনীর নৌযান মোতায়েন ছিল।

মাল্টার সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানান, সকাল ৮টা ৪৩ মিনিটে উদ্ধার সমন্বয় কেন্দ্রে একটি সংকেত আসে। বার্তায় জানানো হয়, মাল্টার উপকূলের কাছে একটি অভিবাসীবাহী নৌকা বিপদের মুখে পড়েছে এবং কয়েকজন যাত্রী পানিতে পড়ে গেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ ও নৌ-উদ্ধার ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরও বলেন, সবাইকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকের শরীরে গুরুতর হাইপোথারমিয়ার লক্ষণ দেখা গেছে। উদ্ধারকাজ শেষে অভিবাসীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, অভিবাসনপ্রত্যাশীরা লিবিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করেছিলেন। তাদের লক্ষ্য ছিল ইতালি অথবা ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছানো।

উল্লেখ্য, মাল্টা বাংলাদেশকে একটি “নিরাপদ উৎস দেশ” হিসেবে বিবেচনা করে। সে কারণে দেশটিতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদন সাধারণত গ্রহণযোগ্য বলে গণ্য করা হয় না এবং অধিকাংশ আবেদন প্রত্যাখ্যাত হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর