বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী জন কবির বর্তমানে যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। রোববার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন, যা দ্রুতই নজর কাড়ে দর্শকদের। ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সামনে গিটার হাতে সংগীত পরিবেশন করছেন জন কবির, আর তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রুহিন হোসেন।
জানা গেছে, নিউইয়র্কের কুইন্স এলাকায় মেয়র জোহরান মামদানির সমর্থনে একটি তহবিল সংগ্রহের আয়োজন করা হয়। এই আয়োজনটি করে ঠিকানা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। সেখানে জন কবির ও রুহিন হোসেন জনপ্রিয় ব্যান্ড প্যানিক অ্যাট দ্য ডিসকো-র গান ‘হাই হোপস’ পরিবেশন করেন।
ভিডিওতে দেখা যায়, শিল্পীদের পরিবেশনা বেশ উপভোগ করছেন জোহরান মামদানি। এ বিষয়ে জন কবির গণমাধ্যমকে জানান, মামদানি অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক মানুষ। তাঁর সামনে গান পরিবেশন করতে গিয়ে একেবারেই আনুষ্ঠানিকতার অনুভূতি ছিল না; বরং আপনজনের সামনে বাজানোর মতোই মনে হয়েছে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়। বিশেষ করে মামদানির সাংস্কৃতিক রুচি ও শিল্পবান্ধব মনোভাবের প্রশংসা করেন অনেকেই।
গত শনিবার অনুষ্ঠিত প্রায় ৪০ মিনিটের এই আয়োজনে জন কবির মামদানির সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ না পেলেও, ভবিষ্যতে তাঁর সঙ্গে কোনো সৃজনশীল কাজে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।
এসআর
মন্তব্য করুন: