[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি, বললেন যুদ্ধের অবসান চায় না রাশিয়া

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ৫:৫৩ পিএম

যুক্তরাষ্ট্র সফরে জেলেনস্কি, রাশিয়া যুদ্ধ বন্ধে আগ্রহী নয় বলে মন্তব্য


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্পষ্টভাবে দেখাচ্ছে যে রাশিয়া যুদ্ধের অবসান চায় না। যুক্তরাষ্ট্রে সফরের আগে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শনিবার কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার হামলায় অন্তত একজন নিহত এবং বহু মানুষ আহত হন। প্রচণ্ড শীতের মধ্যে এসব হামলার ফলে লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছেন। জেলেনস্কির মতে, রাশিয়া ইউক্রেনকে আরও দুর্ভোগে ফেলতে এবং আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি করতে প্রতিটি সুযোগ কাজে লাগাচ্ছে।
কিয়েভ অঞ্চলের কর্মকর্তারা জানান, হামলায় একটি আবাসিক এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে হাজার হাজার আবাসিক ভবন, স্কুল ও সামাজিক প্রতিষ্ঠানে তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কয়েক লাখ গ্রাহক অন্ধকারে রয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শনিবার ভোরে দেশের বিভিন্ন অঞ্চলের দিকে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র এগিয়ে আসার তথ্য পাওয়ার পর বিমান হামলার সতর্কতা জারি করা হয়। রাতজুড়ে বিস্ফোরণের শব্দ ও আকাশে উজ্জ্বল আলো দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এই পরিস্থিতির মধ্যেই রোববার যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে যুদ্ধ অবসানের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। প্রস্তাবিত পরিকল্পনায় বর্তমান যুদ্ধরেখা ধরে সংঘাত স্থগিত রাখা এবং কিছু এলাকায় বাফার জোন গঠনের কথা উল্লেখ রয়েছে।
অন্যদিকে, রাশিয়া অভিযোগ করেছে যে জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেওয়া এই শান্তি প্রস্তাব বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর