ইউক্রেনের রাজধানী কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের শব্দে
ভোররাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার ভোরে শহরের বিভিন্ন এলাকায় পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাশিয়া ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, রাজধানীতে বিস্ফোরণ ঘটেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তিনি বাসিন্দাদের নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও মিসাইলের হুমকি রয়েছে। এ কারণে পুরো দেশে এয়ার এলার্ট জারি করা হয়েছে।
বার্তাসংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, তিনি একাধিক তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে আগুনের উজ্জ্বল আলো লক্ষ্য করেছেন।
এ হামলার সময়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, আগামী রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হওয়ার কথা।
এর এক দিন আগে রাশিয়া অভিযোগ করে যে, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি উদ্যোগ ব্যর্থ করার চেষ্টা করছেন।
এদিকে ট্রাম্প প্রশাসন যুদ্ধ অবসানে একটি ২০ দফার খসড়া প্রস্তাব তৈরি করেছে বলে জানা গেছে। প্রস্তাব অনুযায়ী, উভয় পক্ষ সম্মত হলে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে রুশ সেনারা বর্তমানে দখলে থাকা এলাকায় অবস্থান করবে এবং ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলের কিছু এলাকা থেকে সরে যাবে, যেখানে ভবিষ্যতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের কথা বলা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: