সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও বাস্তবে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি।
বুধবার (২৪ ডিসেম্বর) আলেপ্পোর শেখ মাকসুদ ও আল-আশরাফিয়াহ এলাকায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী আসায়িশ ও সরকারি বাহিনীর মধ্যে টানটান পরিস্থিতি বিরাজ করে।
উত্তর ও পূর্ব সিরিয়ার স্বায়ত্তশাসিত প্রশাসনের অধীনে পরিচালিত আসায়িশ বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সঙ্গে সমন্বয় করে কাজ করে। স্থানীয় সূত্র জানায়, নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই দুই এলাকা ও আশপাশের অঞ্চল থেকে বেশ কয়েকটি পরিবার নিরাপদ স্থানে সরে গেছে।
সরকারি বাহিনী সাধারণ মানুষকে এলাকা ত্যাগের অনুমতি দিলেও পরে তাদের ফিরে আসতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আল-আশরাফিয়াহ এলাকার বাসিন্দা সালমা আল-শেখ জানান, গোলাগুলির তীব্রতা কিছুটা কমলেও দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা এখনো বিদ্যমান। এলাকাজুড়ে নতুন চেকপোস্ট স্থাপন এবং কংক্রিটের ব্যারিকেড বসানো হয়েছে।
এক গণমাধ্যমকর্মীর তথ্যমতে, সাম্প্রতিক সংঘর্ষের পর থেকে ওই দুই এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অনেক পরিবার আফরিনসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে।
আলেপ্পোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংঘর্ষে এখন পর্যন্ত চারজন বেসামরিক নাগরিক নিহত এবং নয়জন আহত হয়েছেন। তবে এসডিএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আহত বেসামরিক নাগরিকের সংখ্যা ১৭ জন এবং নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত থাকায় এলাকাজুড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে
এসআর
মন্তব্য করুন: