তাইওয়ানের দক্ষিণ–পূর্ব উপকূলবর্তী অঞ্চলে বুধবার (২৪ ডিসেম্বর) ৬.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে রাজধানী
তাইপাইসহ বিভিন্ন এলাকায় ভবন কেঁপে উঠলেও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১১.৯ কিলোমিটার গভীরে। দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোথাও হতাহতের বা বড় ধরনের ক্ষতির তথ্য তাদের কাছে আসেনি।
বিশ্বের অন্যতম বড় চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পটি শক্তিশালী হলেও তাদের কারখানা বা কর্মীদের জন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি। তাইওয়ানের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির একাধিক উৎপাদন কেন্দ্র রয়েছে।
উল্লেখ্য, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এর আগে ২০১৬ সালে সেখানে একটি ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আর ১৯৯৯ সালের ভূমিকম্পটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী, যেখানে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।
এসআর
মন্তব্য করুন: