[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

লোহিত সাগর থেকে দুই বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ৩:৫১ পিএম

সংগৃহীত ছবি

লোহিত সাগর থেকে দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড।

সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার উপকূলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সাগরে অবস্থানকালে বাংলাদেশি দুজনের নৌকাটি বিকল হয়ে পড়ে। খবর পাওয়ার পর সৌদি বর্ডার গার্ডের অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদে উদ্ধার করে। পরে উদ্ধারকৃতদের প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
সৌদি বর্ডার গার্ডের পরিচালক এ ঘটনায় সমুদ্রে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমুদ্রে যাওয়ার আগে নৌযান বা জাহাজের কারিগরি সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে নির্ধারিত জরুরি নম্বরে যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর