দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশের দূতকে ডেকে পাঠায় ভারত।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক একাধিক ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করার পরই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়।
এর আগে মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। এ সময় নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়। পাশাপাশি ভারতে কর্মরত বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগেও ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য নিয়ে বাংলাদেশের সরকারের উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে ভারতে আশ্রয় না পায়, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়।
অন্যদিকে, ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এক সপ্তাহের ব্যবধান না যেতেই মঙ্গলবার তাকে আবারও পাল্টা তলব করল ভারত।
এসআর
মন্তব্য করুন: