[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

বাংলাদেশ–ভারত সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ৭:১৯ পিএম

সংগৃহীত ছবি

ভারতের ত্রিপুরায় বাংলাদেশ–ভারত সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
প্রতিবেদনে বলা হয়, উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জওয়ানকে প্রথমে ধর্মনগর মহকুমা হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিএসএফ সূত্রের দাবি অনুযায়ী, আহত জওয়ানের নাম বিপিন কুমার। তার বয়স ৩৫ বছর এবং তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য। তিনি সীমান্তে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হন।
ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জি জানান, আহত জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি আঘাত পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হলেও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে। তিনি বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লিতে বাহিনীর সদর দপ্তরের পক্ষ থেকে এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গুলির উৎস কোথা থেকে এসেছে এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর