[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালুর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ১:৪২ পিএম

সংগৃহীত ছবি

ফুকোশিমা পারমাণবিক বিপর্যয়ের পর প্রায় ১৫ বছর বন্ধ থাকার পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রটি পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এই উদ্যোগ গ্রহণ করেছে।
জাপানের নিগাতা প্রদেশে অবস্থিত কাশিওয়াজাকি-কারিওয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিতে মোট সাতটি চুল্লি রয়েছে, যার সম্মিলিত উৎপাদনক্ষমতা ৮ দশমিক ২ গিগাওয়াট—বিশ্বে একক বিদ্যুৎকেন্দ্র হিসেবে সর্বোচ্চ। ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকোশিমা দাইচি পারমাণবিক দুর্ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত উদ্বেগে জাপানের অধিকাংশ পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়া হয়।
টেপকোর তথ্যমতে, ফুকোশিমা দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে যাওয়া ৫৪টি চুল্লির মধ্যে ৩৩টিকে পুনরায় চালুর উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১৪টি চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্র চালু হলে সচল চুল্লির সংখ্যা আরও বাড়বে।
তবে কেন্দ্রটি পুনরায় চালু করা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো উদ্বেগ বিরাজ করছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, নিগাতা প্রদেশের প্রায় ৬০ শতাংশ মানুষ এই মুহূর্তে কেন্দ্রটি চালুর বিপক্ষে মত দিয়েছেন।
এ বিষয়ে টেপকো কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই কেন্দ্রটি পুনরায় চালু করা হবে। আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ফুকোশিমার মতো কোনো দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা হবে বলেও আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর