[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

শীতে খসখসে ত্বক? বাড়িতে থাকা এই ৩ উপাদানেই মিলবে সমাধান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ৭:২০ এএম

শীতকাল এলেই ত্বক শুষ্ক ও খসখসে হয়ে ওঠে—এটা খুবই

স্বাভাবিক সমস্যা। অনেকেই দামি প্রসাধনী ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পান না। বরং অতিরিক্ত কেমিক্যালযুক্ত ফেসওয়াশ ও ক্লিনজার ত্বকের স্বাভাবিক তেল নষ্ট করে দেয়, ফলে সমস্যা আরও বাড়ে। এ সময় ত্বকের যত্নে ভরসা হতে পারে ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদান। চলুন জেনে নেওয়া যাক এমন তিনটি সহজ উপকরণ সম্পর্কে।

১. কাঁচা দুধ

কাঁচা দুধ ত্বক পরিষ্কার ও নরম রাখতে দারুণ কার্যকর। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের ভেতরে জমে থাকা ময়লা ও মৃত কোষ দূর করতে সাহায্য করে। ব্যবহারের জন্য পরিষ্কার তুলো কাঁচা দুধে ভিজিয়ে মুখে আলতোভাবে ঘষুন। কয়েক মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক মসৃণ থাকবে।

২. মধু

মধু প্রাকৃতিকভাবে ত্বক আর্দ্র রাখে এবং খসখসেভাব কমাতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে। এক চা চামচ মধুর সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে মুখে হালকা ম্যাসাজ করুন। ১০–১৫ মিনিট রেখে পরে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকের কোমলতা দ্রুতই অনুভব করবেন।

৩. আলু

আলু শুধু রান্নার উপকরণ নয়, ত্বকের যত্নেও বেশ উপকারী। এটি শুষ্কতা কমানো, সানবার্ন ও ত্বকের বিবর্ণতা দূর করতে সহায়তা করে। একটি আলু খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। সেই পেস্ট মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক সতেজ ও নরম লাগবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর