আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে আগামীকাল
শনিবার দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকায়ও তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এ সময় রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে দিনের বেলায় উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে সামান্য হ্রাস লক্ষ্য করা যেতে পারে।
শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী কয়েক দিনেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার ও সোমবার সারা দেশে শুষ্ক আবহাওয়ার সঙ্গে ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। ওই দিন রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এসআর
মন্তব্য করুন: