[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৫ পৌষ ১৪৩২

বিবাহিত জীবনের ২৩৪ দিন: সুখী জীবনের গল্প শোনালেন মেহজাবীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ৯:১৭ পিএম

সংগৃহীত ছবি

বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে ১৩ বছরের ভালোবাসার পরিণতি হিসেবে নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

তাদের দাম্পত্যজীবন ইতোমধ্যে ২৩৪ দিন পার করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিবাহোত্তর জীবন ও এই সময়ের অনুভূতি শেয়ার করেছেন তিনি।

মেহজাবীন জানান, বিয়ের পর জীবনে বড় কোনো পরিবর্তন আসেনি, শুধু বাসস্থান বদলেছে। তার ভাষায়—

“আমি আগের মতোই সেই মেহজাবীন। যেমনভাবে কাজ করতাম, ঘুরতাম— সবই আগের মতো চলছে। আদনান আগে যেমন আমার ভালো বন্ধু ছিল, এখনো তাই। আমাদের বন্ধুত্বটাই এখন সম্পর্কের সবচেয়ে বড় শক্তি।”

বিয়ের পর জীবন আরও সহজ হয়েছে বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন—

“আগে কোনো কিছু করতে হলে শুধু আমার পরিবারকে বলতাম। এখন আরও অনেকে আছেন আমাকে সাহায্য করার জন্য। আমার ফ্যামিলি সাইজ বেড়ে গেছে, সবাই আমাকে অনেক ভালোবাসে। তারা আমার কাজকে সাপোর্ট করেন, আমার চাওয়া-পাওয়াগুলো খেয়াল রাখেন। আমি সত্যিই অনেক আশীর্বাদপ্রাপ্ত এবং খুবই সুখী।”

সাক্ষাৎকারে সঞ্চালক মন্তব্য করেন, “আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সুখী একজন মানুষ।” মেহজাবীন হেসে জবাব দেন—

“অনেকেই এটা বলেন। একজন তো কয়েক দিন আগে বললেন— মেয়েরা বিয়ের পর সুখী কি না, সেটা মুখের দিকে তাকালেই বোঝা যায়। উনি নাকি আমার মুখে সেটা দেখেছেন! সত্যি বলতে, আমি খুবই হ্যাপি ইন মাই লাইফ। আলহামদুলিল্লাহ।”

বিয়ের ২৩৪ দিনের হিসাব শুনে হাসিতে ফেটে পড়েন মেহজাবীন। তিনি মজা করে বলেন—

“এটা কে গুনে বসে বসে রেখেছে? তবে ভক্তরা এত ভালোবেসে এমন হিসাব রেখেছে, সেটি সত্যিই আনন্দের। আমার বিবাহিত জীবন দারুণ কাটছে।”

ব্যক্তিজীবনে সুখী এই অভিনেত্রী কাজ নিয়েও সমান ব্যস্ত। ভালোবাসা, বন্ধুত্ব আর পারস্পরিক শ্রদ্ধা— এই তিনেই গড়ে উঠেছে তার সংসারের দৃঢ় ভিত্তি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর