[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

মায়ের জন্য দোয়া চাইলেন সুনেরাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ৬:০৮ পিএম

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বর্তমানে ব্যক্তিগত জীবনে এক

দুশ্চিন্তাপূর্ণ সময় পার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি এক আবেগী পোস্টে তার মায়ের অসুস্থতার কথা জানিয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে দেখা যায় তার মাকে। ছবিটির ক্যাপশনে সংক্ষিপ্তভাবে তিনি লেখেন, মায়ের জন্য সবার দোয়া কামনা করছেন।
এই পোস্ট প্রকাশের পরপরই ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভকামনায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা ও সহানুভূতিমূলক বার্তা দিয়েছেন।
উল্লেখ্য, ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করা সুনেরাহ বিনতে কামাল অল্প সময়েই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। মডেলিং থেকে অভিনয়ে আসা এই অভিনেত্রী বর্তমানে সিনেমা ও ওটিটি—দুই মাধ্যমেই নিয়মিত ও নির্বাচিত কাজের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর