[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

২১ বছরে বৈশাখী টেলিভিশন, থাকছে দিনব্যাপী বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ৬:১১ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করা বৈশাখী টেলিভিশন আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সফলতার ২১ বছরে পদার্পণ করতে যাচ্ছে।

এই গৌরবময় উপলক্ষ্যে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেলটি।
নতুন বছরে পা রাখার আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বৈশাখীর পর্দা সাজানো হয়েছে গান, নাটকসহ নানা আয়োজনে। সকাল ৮টা ৩০ মিনিটে ‘২১ বছরে বৈশাখী’ শিরোনামে সরাসরি সংগীতানুষ্ঠানের মাধ্যমে শুরু হবে উৎসব, যা চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে থাকবে দেশের বিশিষ্ট রাজনীতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের শুভেচ্ছা বক্তব্য।
সকাল ১১টায় বৈশাখী পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কেক কাটার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মানের প্রযোজনায় সরাসরি সংগীতানুষ্ঠানটি প্রচারিত হবে মোট ১০টি সেগমেন্টে। প্রথম সেগমেন্ট সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে।
আইনুন পুতুলের উপস্থাপনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করবেন অনন্যা আচার্য্য ও মিথিলা মল্লিক। সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় সেগমেন্টে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করবেন অণিমা রায় ও ইউসুফ আহমেদ খান। সকাল ১০টা ১৫ মিনিটে স্বর্ণালী দিনের গান শোনাবেন খুরশিদ আলম ও চম্পা বণিক। বেলা ১১টা ১০ মিনিটে আধুনিক গান পরিবেশন করবেন নদী ও অপু আমান।
তাসনুভা মোহনার উপস্থাপনায় দুপুর ১২টা ১০ মিনিটে আধুনিক গান পরিবেশন করবেন সাব্বির ও শবনম প্রিয়াংকা। দুপুর ১টা ১০ মিনিটে গান গাইবেন রাজীব ও শিলা দেবী। দুপুর ২টা ৩৫ মিনিটে ফোক গান পরিবেশন করবেন কামরুজ্জামান রাব্বী ও লিটা সরকার। বিকাল ৩টা ৫০ মিনিটে ফোক গানে অংশ নেবেন গামছা পলাশ ও সাদিয়া লিজা।
তাবাসসুম প্রিয়াংকার উপস্থাপনায় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ফোক গান পরিবেশন করবেন লিজা ও তার দল। রাত ৮টায় ফোক সংগীত নিয়ে হাজির হবেন জনপ্রিয় শিল্পী সালমা ও তার দল।
রাত ১০টায় প্রচার হবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ‘স্বভাব দোষে’। সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টী, আজম খান, অনুভব, রাইজা রশিদ ও তাসনিম হেলেন প্রভা প্রমুখ।
এছাড়া রাত ১২টায় প্রচার হবে জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ‘শিকারী’, যেখানে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চ্যাটার্জী ও অরজিৎ সিং।
২১ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন,
“২১ বছর একটি টেলিভিশন চ্যানেলের জন্য গর্বের অর্জন। দীর্ঘ এই পথচলায় বৈশাখীর সঙ্গে যারা ছিলেন এবং এখনো আছেন—তাদের আন্তরিক প্রচেষ্টা ও দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, দর্শকদের ভালোবাসাকে মূল শক্তি হিসেবে ধরে ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সব শ্রেণির দর্শকের জন্য নতুন নতুন অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে। যদিও বিশেষ কারণে এবারের আয়োজন চ্যানেল কার্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ, তবে পর্দায় এর কোনো ঘাটতি থাকবে না।
সবশেষে এই আনন্দঘন মুহূর্তে বৈশাখী টেলিভিশনের দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরসহ সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কর্তৃপক্ষ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর