ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত পর্দায় উপস্থিতির চেয়ে ব্যক্তিগত মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কারণেই বেশি আলোচনায় থাকেন।
সোজাসাপ্টা বক্তব্য ও স্পষ্ট অবস্থানের জন্য প্রায়ই সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। এবারও সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, “বর্তমান সমাজে ভদ্র আচরণের কোনো কদর নেই। ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে। তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম।” তার এই মন্তব্য দ্রুতই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
এর আগে আরেকটি পোস্টে নিজের ক্যারিয়ার ও পেশাদার অবস্থান নিয়ে স্পষ্ট বক্তব্য দেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, সিনেমায় ছোট চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান বজায় রেখে প্রস্তাব ফিরিয়ে দেওয়াই প্রকৃত সাহসিকতা। কাজ কম হলেও আত্মসম্মান বিসর্জন দিতে রাজি নন বলেও জানান তিনি।
হঠাৎ করে মিষ্টি জান্নাতের এমন মন্তব্য ঘিরে ভক্ত-অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হলেও নেটিজেনদের বড় একটি অংশ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তার পোস্টের মন্তব্য ঘরে একজন নেটিজেন লিখেছেন, “একদম ঠিক কথা বলেছেন। সঠিক সিদ্ধান্ত।”
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি পেশাগতভাবে একজন দন্তচিকিৎসক হিসেবেও কাজ করছেন। যদিও ক্যারিয়ারে নিয়মিত সিনেমায় দেখা না গেলেও তার নানা মন্তব্য প্রায়ই বিনোদন অঙ্গনে আলোড়ন তোলে।
এবার ‘ভদ্রতার কোনো মূল্য নেই’—এই মন্তব্যের মাধ্যমে ঠিক কোন অভিজ্ঞতা বা ইঙ্গিত দিতে চেয়েছেন মিষ্টি জান্নাত, তা নিয়েই এখন বিনোদন মহলে চলছে নানা জল্পনা-কল্পনা।
এসআর
মন্তব্য করুন: