[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

কানাডিয়ান ইউনিভার্সিটি ২৬তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ৩:২৩ পিএম

সংগৃহীত ছবি

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৬তম একাডেমিক কাউন্সিল সভা ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, গ্রন্থাগারের জন্য নতুন বই ও অনলাইন জার্নালের সংখ্যা বৃদ্ধি এবং ব্যাচেলর অব পাবলিক হেলথ (BPH) প্রোগ্রামের পাঠ্যক্রম সংশোধনসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিরুল হক।

এতে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ (BoT)-এর ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফরুল্লাহ শরাফাত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।


সভায় একাডেমিক উৎকর্ষতা ও গবেষণাভিত্তিক অগ্রগতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ সময় চৌধুরী জাফরুল্লাহ শরাফাত উদ্ভাবনী ও মানসম্মত গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাংকিং উন্নয়নের ওপর গুরুত্ব দেন এবং এ লক্ষ্যে পর্যাপ্ত বাজেট বরাদ্দের আশ্বাস প্রদান করেন।
একাডেমিক কাউন্সিল সভায় শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে শিক্ষক-শিক্ষণ কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি আধুনিক ও হালনাগাদ একাডেমিক রিসোর্স নিশ্চিত করতে গ্রন্থাগারে নতুন বই ও আন্তর্জাতিক মানের অনলাইন জার্নাল সংযোজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও দেশীয় ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ব্যাচেলর অব পাবলিক হেলথ (BPH) প্রোগ্রামের পাঠ্যক্রম সংশোধনের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।


সভায় অংশগ্রহণকারী সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন যে, গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও গবেষণার মান আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও প্রাসঙ্গিক জ্ঞান অর্জনে অধিকতর সক্ষম হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর