[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ৫:১৮ পিএম

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘গোলামি না আজাদী—আজাদী, আজাদী’, ‘এক হাদি লোকান্তরে—লক্ষ হাদি ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, “হাদি ছিলেন ভারতীয় আগ্রাসনবিরোধী ও বাঙালি সংস্কৃতির একজন অগ্রণী কণ্ঠ। তিনি শাহবাগী আগ্রাসন ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তিনি শহীদ হয়েছেন। আমরা তাঁর আদর্শ ও অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাব।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের নেয়া হয়।  

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর