আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা
ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) পর্যায়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে তা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে জুলাই আন্দোলনের যোদ্ধা শরিফ ওসমান হাদি এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল শহীদ ও আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এসআর
মন্তব্য করুন: