কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রকৌশল অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইনোভেশন হাব প্রোগ্রাম।
আইসিটি ডিভিশনের ডিড (ডিজিটাল ডিভাইস) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডিয়া জেনারেশন, উদ্যোক্তা তৈরি এবং বিজনেস স্টার্টআপ গড়ে তোলার লক্ষ্যে কুবিতে একটি ইনোভেশন হাব স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিড প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান, সিএসই বিভাগের প্রভাষক মো. জাহিদুর রহমানসহ বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “আইসিটি ডিভিশনের উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি বড় পরিসরের ইনোভেশন হাব স্থাপন করা হবে।
এটি হবে শিক্ষার্থীদের চিন্তা ও সৃজনশীলতার কেন্দ্র, যেখানে তারা নতুন আইডিয়া তৈরি করতে পারবে। এই হাবের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইউএসপি প্রোগ্রাম চালু করা হবে এবং উদ্ভাবনী আইডিয়াগুলোকে ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।”
তিনি আরও বলেন, “শুধু শিক্ষার্থীদের জন্য নয়, প্রকল্পের আওতায় শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে, যাতে প্রকল্প শেষ হওয়ার পরও তারা শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়নে কার্যকরভাবে গাইড দিতে পারেন।”
এ সময় তিনি সিএসসি সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে বৃহৎ পরিসরে একটি ইনোভেশন বিষয়ক প্রোগ্রাম আয়োজনের আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা ইনোভেশন ও উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত ধারণা লাভ করতে পারে।
এসআর
মন্তব্য করুন: