জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রকাশ করা হবে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য জানান, ডিগ্রি (পাস) কোর্সের (বিএ, বিএসসি, বিএসএস ও বিবিএস) ফলাফল একসঙ্গে প্রকাশ করা হচ্ছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ রাত ৮টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হয়।
পরীক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে ক্ষুদে বার্তা (SMS) ব্যবহার করে ফল জানতে পারবেন। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে
NU Roll No
লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ফল জানতে পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম নির্বাচন করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার সাল প্রদান করলে ফলাফল দেখা যাবে। প্রয়োজনে ফলাফলের শিট ডাউনলোড বা প্রিন্টও করা যাবে।
এসআর
মন্তব্য করুন: