চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক)
অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান–এর পদত্যাগ দাবিকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ছাত্রদল ও বাম সংগঠন একদিকে এবং শিবির অন্যদিকে পাল্টাপাল্টি অবস্থান নেয়।
সোমবার (১৫ ডিসেম্বর)দুপুর ১২টায় ছাত্রদল ও বাম সংগঠন প্রশাসনিক ভবনে তালা দেয়।সন্ধ্যা ৬টা থেকে পাল্টাপাল্টি অবস্থান ও স্লোগান শুরু হয়।
পরিস্থিতি শান্ত করতে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিব মধ্যস্থতার চেষ্টা করেন।
আলোচনার সময় ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে এবং পরে শিবিরের নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
আন্দোলনের মূল কারণ
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় উপ-উপাচার্যের বক্তব্যে তিনি বলেন,
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড পাকিস্তান বাহিনীর নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র।
এই বক্তব্যকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হিসেবে আখ্যা দিয়ে ছাত্রদল ও বাম সংগঠন তার পদত্যাগ দাবি করে।
এসআর
মন্তব্য করুন: