[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১:১৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ছাত্র-জনতাকে

ডিসেম্বর) দুপুরে ছাত্র-জনতার সঙ্গে মিছিল শুরু করেছে। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করছে। ডাকসু ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি টিএসসি হয়ে সচিবালয়ের দিকে যাবে এবং সেখানে অবস্থান নেওয়া হবে।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে, যেমন—“সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ”, “এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে” এবং “আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো”। এছাড়া তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগানও দিয়েছেন।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের জানান, “আমরা ডাকসুর সামনে থেকে মিছিল শুরু করে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেব।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর