[email protected] শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

ডাকসু নির্বাচন: ২৬ আগস্ট থেকে প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ১:৫০ এএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীরা ২৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন।

এর আগে প্রচারণায় নামলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ আগস্ট পর্যন্ত হল ও ক্যাম্পাস এলাকায় কোনো প্রকার প্রচারণা চালানো যাবে না।

২৬ আগস্ট থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। পরদিন বিকেল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

এদিকে প্রাথমিক বাছাইয়ে যাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে, তাদেরকে ২৩ আগস্টের মধ্যে আপিল করার নির্দেশ দিয়েছে কমিশন।

নির্ধারিত সময়ের পরে করা আপিল গ্রহণ করা হবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর