[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

উপদেষ্টারা শাহবাগে না আসা পর্যন্ত স্থান ছাড়ব না : জাবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ৫:১২ পিএম

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, সংগঠনটির মুখপাত্র ও জুলাই

গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।
শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাহবাগে জড়ো হন। এতে ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকারের উপদেষ্টারা সরাসরি জনগণের সামনে এসে জবাব না দেওয়া পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না। তিনি আরও বলেন, দাবি আদায়ে তারা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।
তিনি অভিযোগ করেন, যে স্থানে শহীদ ওসমান হাদি জীবন দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে আজ আন্দোলনকারীদের নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। অথচ সরকার সংশ্লিষ্টরা জনগণের কাছ থেকে দূরে অবস্থান করছেন বলে তিনি মন্তব্য করেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং জনগণের মর্যাদা নিশ্চিত করতেই তারা রাজপথে নেমেছেন। সরকার পক্ষ থেকে স্পষ্ট জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে না পারলে এবং নারীরা ধর্মীয় স্বাধীনতা নিয়ে নিরাপদে চলাফেরা করতে না পারলে প্রকৃত অর্থে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর