[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে প্রশাসনের শোক

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থ ও হিসাব দপ্তরের হিসাব কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি প্রয়াত কর্মকর্তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, দুলাল চন্দ্র ঘোষ অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার বিকেল ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর