যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য এশিয়ান এজ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ সাদী ভূইয়া।
এ নির্বাচনে সাতটি পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রোববার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ ও গণনা শেষে বিকেল সাড়ে তিনটায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তারা প্রতিনিধি নির্বাচনের এ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এছাড়া সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তফা গালিব। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি তানভীর খন্দকার। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি সানশাইন-এর প্রতিনিধি মো. রকিবুল হাসান তারেক। প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ-এর মো. ইমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিপোর্ট একাত্তর-এর রোকাইয়া।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। নির্বাচন কমিশনার ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টরের প্রতিনিধি মো. হামিদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হয়। ২০ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এসআর
মন্তব্য করুন: