[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

লিডিং ইউনিভার্সিটি ইউনাইটেড নেশনস ২০২৫-এ কুবির অসামান্য সাফল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ৭:৩৫ পিএম

সংগৃহীত ছবি

লিডিং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (LUIMUN) ২০২৫-এ অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিনিধি দল।

গত ১৮ থেকে ২০ ডিসেম্বর রাজধানীর লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক মানের সম্মেলনে কুবির শিক্ষার্থীরা কূটনৈতিক দক্ষতা, যুক্তিনির্ভর বিতর্ক, কৌশলগত বিশ্লেষণ ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কার অর্জন করেন।

সম্মেলনের এক্সিকিউটিভ বোর্ড পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ চিন্ময় জাতিসংঘ ট্যুরিজম কমিটিতে ভাইস-চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার ও রুবাইয়া সাথী জি-২০ কমিটিতে অসাধারণ কূটনৈতিক কৌশল ও কার্যকর আলোচনার মাধ্যমে আউটস্ট্যান্ডিং ডেলিগেট পুরস্কার অর্জন করেন।

একই বিভাগের শিক্ষার্থী আবীর হাসান প্রতিযোগিতামূলক পরিবেশে দক্ষতার পরিচয় দিয়ে লাভ করেন স্পেশাল মেনশন-২ অ্যাওয়ার্ড।


এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস (কুবি মুন) এর সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন,
“আমার দলের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জাতীয় পর্যায়ে তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আরও গৌরব বয়ে আনবে।


এই অর্জনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্ষমতা ও সম্ভাবনার প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর