[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ১:৩১ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৈশ্বিক অনিশ্চয়তা, ডলারের দুর্বলতা ও সুদের হার কমার প্রত্যাশায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় মূল্যবান এই ধাতুর দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, সোমবার (২২ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম সর্বোচ্চ প্রতি আউন্স ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়। যুক্তরাষ্ট্রে নীতিগত সুদের হার কোয়ার্টার-পয়েন্ট কমানো, ডলারের মান কমে যাওয়া এবং বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা স্বর্ণের দামে এই ঊর্ধ্বগতি সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্য ঝুঁকি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বড় পরিসরে স্বর্ণ ক্রয় অব্যাহত থাকায় চলতি বছর বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৬৭ শতাংশ বেড়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, আগামী বছরও যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমতে পারে, যা স্বর্ণের চাহিদা বাড়াতে সহায়ক হবে।
এদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ১ হাজার ৫০ টাকা দাম বাড়িয়েছে।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে
২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা,
২১ ক্যারেট ২ লাখ ৮ হাজার ২০২ টাকা,
১৮ ক্যারেট ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।
এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছে বাজুস।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬০ বারই দাম বেড়েছে, যা স্বর্ণবাজারের অস্থিরতা ও ঊর্ধ্বমুখী প্রবণতাকেই নির্দেশ করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর