[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

ভরি ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা

ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১১:০৯ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে।

টানা তৃতীয় দফায় মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে।

ফলে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। নতুন দাম আগামী সোমবার (২২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াবে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।

এর আগে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। সেদিন বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করেছিল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর