বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চার ঘণ্টার জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলমুক্ত যান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের উদ্দেশ্যে বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণ যানবাহনের জন্য টোলমুক্ত থাকবে।
এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলো বিনা টোলে চলাচলের সুবিধা পাবে বলে জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: