[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

নির্বাচন অফিসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ১:৪০ পিএম

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের পেছনের একটি জানালার কাঁচ ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সকাল ১০টার দিকে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি একটি জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক জানান, সকাল সাড়ে আটটার দিকে আগুনের ঘটনা ঘটে।

সে সময় তিনি ভবনের দ্বিতীয় তলায় ছিলেন। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পান এবং পাশেই থাকা পানি ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোররুম। সেখানে ভোটারদের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে।

তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

জেলা প্রশাসকও ঘটনাটি দেখেছেন। স্টোররুমে কীভাবে আগুন লেগেছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর