[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ৯:১৬ পিএম

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় দিশারী নামে একটি

প্যাকেজিং কারখানায় বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

শুক্রবার বিকেলের দিকে গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও এলাকায়, সজন ফিলিং স্টেশনের পাশের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল প্রায় ৩টার দিকে হঠাৎ আগুন দেখা যায় এবং অল্প সময়ের মধ্যেই তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

প্রথমদিকে কারখানার শ্রমিক ও আশপাশের লোকজন নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে টঙ্গী থেকে তিনটি এবং গাজীপুর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, কারখানাটি স্টিলের কাঠামো দিয়ে নির্মিত হওয়ায় আগুনের তীব্রতায় ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, পাঁচটি ইউনিট একযোগে কাজ চালিয়ে যাচ্ছে, তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। কারখানার ভেতরে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা চারদিক থেকে পানি ছিটিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর