[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

তেঁতুলিয়ায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫ ১০:৫৪ এএম

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহেরও

বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। ভোর ও সকালের দিকে কনকনে শীত অনুভূত হলেও দিনের বেলায় রোদের দেখা মিলছে। তবে এ সময়ের মধ্যেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিয়মিতভাবে তেঁতুলিয়াতেই রেকর্ড হচ্ছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, এলাকায় এখনো মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

এর আগের দিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়েক দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির আশপাশে অবস্থান করছে। বুধবার (১৭ ডিসেম্বর) তা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৯ দশমিক ৫ ডিগ্রি এবং সোমবার (১৫ ডিসেম্বর) ও রোববার (১৪ ডিসেম্বর) নেমে আসে ৯ ডিগ্রি সেলসিয়াসে।

চলতি শীত মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিসেম্বর। সেদিন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন হিসেবেই বিবেচিত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ ডিসেম্বর থেকেই এই উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ডিসেম্বরের শেষের দিকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর