[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

তেঁতুলিয়ায় ঝলমলে রোদেও তাপমাত্রা ৯ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ১০:৪১ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু

শৈত্যপ্রবাহ চলছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এই উপজেলারই রেকর্ড হচ্ছে।
সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা:
১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার): সকাল ৯টায় সর্বনিম্ন ৯.৫°C, বাতাসের আর্দ্রতা ৭২%, বাতাসের গতিবেগ ৮–১০ কিমি/ঘণ্টা।
১৭ ডিসেম্বর (বুধবার): সর্বনিম্ন ৯.৭°C, আর্দ্রতা ৭১%, সর্বোচ্চ ২৭.৫°C।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার): সর্বনিম্ন ৯.৫°C, আর্দ্রতা ৭৪%, সর্বোচ্চ ২৭.৪°C।
১৫ ডিসেম্বর (সোমবার): সর্বনিম্ন ৯°C, আর্দ্রতা ৮৯%, সর্বোচ্চ ২৭.২°C।

চলতি শীত মৌসুমের তথ্য:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিসেম্বর, ৮.৯°C তেঁতুলিয়ায়।
আবহাওয়া কর্মকর্তার বক্তব্য:
জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ ডিসেম্বর থেকে টানা শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
এই শীতের প্রকোপ কিছুদিন আরও অব্যাহত থাকতে পারে।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর