[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

বিধবা নারীকে ছুরিকাঘাত, ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ৭:১৪ এএম

জয়পুরহাটের কালাই উপজেলায় গভীর রাতে এক বিধবা নারীর

ওপর হামলা চালিয়ে বড় অঙ্কের অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত ওই নারীর বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতের দিকে উপজেলার পনুট ইউনিয়নের নান্দাইল দিঘী লকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আহত নারীর নাম শাহানা বেগম। তিনি ওই গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী শাহানা বেগম জানান, রাতের খাবার শেষে তিনি ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করা হয়। এরপর ঘর থেকে প্রায় ৭ লাখ টাকা নগদ, ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায় তারা। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আহত নারী চিকিৎসাধীন রয়েছেন। তিনি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়ার অভিযোগ করেছেন। চিকিৎসা শেষে তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর