[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১০:২৯ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হওয়ার

লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা এই মনোনয়নপত্র নেন।

এ বিষয়ে সারজিস আলম জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে পঞ্চগড়-১ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থাশীল নয়, তারা সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। তবে গণতান্ত্রিক পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, তা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর