[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

খুলনায় মধ্যরাতে আগুনে দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ৯:৩২ এএম

খুলনা নগরীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হার্ডবোর্ডের

দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকার ২২ তলা ডেল্টা ভবনের পাশের একটি দোকানে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জিবেশ মন্ডল জানান, দোকানটি সোহেল রানা ও জাহাঙ্গীর হাওলাদার নামের দুই ব্যবসায়ীর যৌথ মালিকানাধীন ছিল। সেখানে হার্ডবোর্ড ও ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা চলত। রাত পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

খুলনা ফায়ার সার্ভিসের বয়রা স্টেশনের ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান বলেন, রাত ১১টা ৪৮ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিভানো সম্ভব হয়। এ ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে এবং প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর